• হোম > শিক্ষাঙ্গন > আন্তর্জাতিক সেমিনারে জবি ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা

আন্তর্জাতিক সেমিনারে জবি ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৯
  • ৩৩১

আন্তর্জাতিক সেমিনারে জবি ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা

রাশেদ হোসেন রনি, জবি প্রতিনিধি: সম্প্রতি সেপ্টেম্বর ১৯-২০, দু’দিন ব্যাপী ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত “International conference on Drug Discovery and Development pharma fest ’22” এ অংশগ্রহণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের একদল শিক্ষার্থী।

তারা দুটি গ্রুপে অংশগ্রহণ করেছে।প্রথম গ্রুপে অংশগ্রহণকারীরা হলো ফারজানা আফরিন ও মিজানুর রহমান। তারা যথাক্রমে বিভাগের ৬ষ্ঠ ও ৭ম ব্যাচের শিক্ষার্থী। নারীদের Premenstrual Syndrome উপর কালোজিরার প্রভাব নিয়ে কাজ করছে তারা। এ কাজের তত্ত্বাবধায়ক ছিলেন ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনির হোসেন।

দ্বিতীয় গ্রুপে অংশগ্রহণকারীরা হল প্রণয় সাহা ও সাগর দাস, উভয়ই বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী। তারা এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধের এর উপর কাজ করেছে। এ কাজের তত্ত্বাবধায়ক ছিলেন একই বিভাগেী সহকারী অধ্যাপক মোঃ রাজদৌলা রাফি

উভয় গ্রুপই আন্তর্জাতিক সম্মেলনে তাদের স্ব স্ব কাজের পোস্টার প্রেজেন্টেশন করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126714 ,   Print Date & Time: Tuesday, 15 July 2025, 12:32:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group