• হোম > রাজশাহী > ক্ষেতলালে সম্প্রীতি সমাবেশ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ক্ষেতলালে সম্প্রীতি সমাবেশ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২, ২২:১৪
  • ৫১৩

ক্ষেতলালে সম্প্রীতি সমাবেশ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ- ২০২২ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে ও পরিষদের সিএ এস.এম শওকতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোফাজ্জল হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামিম ও সাংবাদিক আজিজুল হক প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126739 ,   Print Date & Time: Wednesday, 31 December 2025, 01:57:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group