• হোম > রংপুর > উলিপুর থানার অদূরে স্বপ্নীল ক্যাবল নেটওয়ার্কের অফিসে চুরি

উলিপুর থানার অদূরে স্বপ্নীল ক্যাবল নেটওয়ার্কের অফিসে চুরি

  • শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:২০
  • ৩৯৭

উলিপুর থানার অদূরে স্বপ্নীল ক্যাবল নেটওয়ার্কের অফিসে চুরি

কুুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলা সদরের মুন্সিপাড়াস্থ “ওয়াইফাই” কার্নিভালের এজেন্ট “স্বপ্নীল ক্যাবল নেটওয়ার্কের” অফিসে চুরি সংঘটিত হয়েছে। ফলে গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে ওয়াইফাই সার্ভিস বন্ধ হয়ে যায় এবং গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

জানা য়ায়, উলিপুর থানা থেকে মাত্র ৭০ থেকে ১০০ গজ দূরে “দূখাবাবার” মাজার সংলগ্ন মোহাম্মদ আলীর পুত্র মারশালের বাড়িতে অবস্থিত স্বপ্নীল ক্যাবল নেটওয়ার্ক এর অফিসে রাত ১০ টা থেকে সোয়া ১০টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে ।

চোরের দল পূর্বপরিকল্পনা অনুযায়ী ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত “ওয়াইফাই” এর ইলেকট্রিক্যাল যন্ত্র অয়েল-ডি ১ টা মাইক্রোডিক্স ২ টা ও সুইচ ১ টা নিয়ে নির্বিঘ্নে চলে যায়। যার আনুমানিক মূল্য প্রায় সারে ৪ লাখ টাকা। বিষয়টি তাৎক্ষণিকভাবে রাত ১১ টায় কার্নিভালের স্থানীয় প্রতিনিধি স্বপ্নীল কেবল নেটওয়ার্ক এর স্বত্বাধিকারী মোঃ রেদোয়ান মাহমুদ উলিপুর থানায় লিখিত অভিযোগ করেন।

তবে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত চুরি যাওয়া কোন মালা মাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিনের সাথে শুক্রবার রাত ৮.২১ মিনিটে কথা হলে তিনি কোন অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে পুলিশী তৎপরতা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126743 ,   Print Date & Time: Sunday, 7 September 2025, 12:06:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group