• হোম > অন্যান্য দল > জলাবদ্ধতা নিরসনে রাজধানীর দক্ষিণখানে ইসলামী আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

জলাবদ্ধতা নিরসনে রাজধানীর দক্ষিণখানে ইসলামী আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

  • শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৬
  • ৩৭৬

দক্ষিণখানে ইসলামী আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন দক্ষিণখান থানা শাখার উদ্যোগে অত্র থানাধীন ওয়ার্ড সমূহে দীর্ঘদিন থেকে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানা সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন দেওয়ান।

এসময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে নগরীর দক্ষিণখান থানাধীন ৪৭, ৪৮ ৪৯ ও ৫০ নং ওয়ার্ডে জলাবদ্ধতা থাকলেও এর সমাধান করা হচ্ছে না। চারটি ওয়ার্ডে বসবাস করা প্রায় লক্ষাধিক জনগণ দূর্ভোগ পোহাচ্ছে। নানান সমস্যায় জর্জরিত ওয়ার্ড সমূহের মধ্যে অতি দ্রুততার সাথে ৪৭ নং ওয়ার্ডের সিএনজি পাম্প সংলগ্ন রাস্তা, ৪৮ এর নগরিয়া বাড়ী, মোল্লাবাড়ী, আনোয়ার বাগ, মধুবাগ ক্লাব মোড় ও নদ্দাপাড়া রাস্তা, ৪৯ এর স্কয়ার বিল্ডিং এর সামনে, প্রেমবাগ, গাওয়াইর মাদরাসা ও মাঝিবাড়ি রাস্তা এবং ৫০ নং ওয়ার্ডের দেওয়ান বাড়ী, টি.আই.সি কলোনী ও মুক্তিযোদ্ধ রাস্তা সমূহ মেরামত করা সহ যাবতীয় উদ্যোগ বাস্তবায়নের জোর দাবী জানাচ্ছি।

থানা সেক্রেটারী মুফতী আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় মানববন্ধনে থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126749 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 07:28:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group