• হোম > বিনোদন > বাঁধনের ‘খুফিয়া’র নতুন টিজার প্রকাশ করল নেটফ্লিক্স

বাঁধনের ‘খুফিয়া’র নতুন টিজার প্রকাশ করল নেটফ্লিক্স

  • শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:০১
  • ৩৮২

 ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘খুফিয়া’র টিজার প্রকাশ করল নেটফ্লিক্স। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) নেটফ্লিক্সের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে টিজারটি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের বলিউডে অভিষেক হচ্ছে ‘খুফিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে।

সদ্য প্রকাশিত টিজারটিতে বাঁধনসহ গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে দেখানো হয়েছে।

তাবুর কণ্ঠে সাজানো রহস্যময় আবহে তৈরি টিজারটি বেশ সাড়া ফেলেছে ভক্ত অনুরাগীদের মাঝে। টিজারটির ক্যাপশনে লেখা ছিল, ‘এটা টপ সিক্রেট বলে মনে করা হয় কিন্তু ‘তুরুম’ এখানে আপনাকে ‘খুফিয়া’র একটি ঝলক দেখাতে এসেছে। সেই সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করা তাবু, আলী ফজলের নামও মেনশন করা হয়েছে ক্যাপশনটিতে।

অমর ভূষণের গুপ্তচরবৃত্তির ওপর লেখা উপন্যাস ‘এসকেপ টু নাউহোয়্যার’ অবলম্বনে স্পাই থ্রিলারধর্মী এই সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটি ভারতীয় গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা কৃষ্ণা মেহরাকে (টাবু) ঘিরে। বিশাল ভরদ্বাজের পরিচালনায় এই সিনেমাটিতে তাবুর পাশাপাশি দেখা যাবে বাঁধন, আলি ফজল, আশিস বিদ্যার্থীর মতো অভিনেতাদের। বাঁধন গুরুত্বপূর্ন একটি ভূমিকায় অভিনয় করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126791 ,   Print Date & Time: Thursday, 3 July 2025, 12:52:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group