• হোম > সিলেট > হবিগঞ্জ মজলিশপুর হাওরে বজ্রপাতে দুই কৃষক নিহত !

হবিগঞ্জ মজলিশপুর হাওরে বজ্রপাতে দুই কৃষক নিহত !

  • শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৯
  • ২৪৮৪

হাওরে বজ্রপাতে দুই কৃষক নিহত !

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচংয়ের মজলিশপুর হাওরে জমিতে কাজ করতে গেছে সকালে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর২২) ইং সকালে বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের হাওরে জমিতে কাজ করতে থাকা দুই কৃষক বজ্রপাতে নিহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতে নিহত দু’জন কৃষক।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মজলিশ পুর গ্রামের আব্দুল করিম (৬০) মোঃ নুর উদ্দিন( ৫০) উভয় একই এলাকার বাসিন্দা।

বজ্রপাতে নিহত হওয়ার ফলে দু’টি পরিবার অসহায় হয়ে পড়েছে। পরিবার দু’টির সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126799 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 02:49:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group