• হোম > খুলনা | বিশেষ নিউজ > সাপাহারে মিনা দিবস উদযাপন

সাপাহারে মিনা দিবস উদযাপন

  • শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩১
  • ৬৫৫

সাপাহারে মিনা দিবস উদযাপন

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে মিনা দিবস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি,গল্প বলার আসর, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’-এ স্লোগাণকে ধারণ করে সাপাহার উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, শিক্ষা অফিসার তৃষিদ কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, রবীন্দ্র নার্থ সরকার প্রমুখ।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126820 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 02:50:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group