• হোম > স্বাস্থ্যকথা > ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু

২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু

  • শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৫
  • ৩০৪৯

২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৩৮ শতাংশ এবং গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126834 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 12:48:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group