• হোম > আইন-অপরাধ > প্রবাসীর স্ত্রী’র ছবি ফেসবুকে আপলোড; পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার

প্রবাসীর স্ত্রী’র ছবি ফেসবুকে আপলোড; পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার

  • রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০৫
  • ৫৩৩

পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের শংকরপুর গ্রামের ধলাই মিয়ার ছেলে লিটন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে বাহুবল থানা পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর২২) ইং বাহুবল থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন।

ঘটনার বিবরণে জানা যায়, লিটন প্রতিবেশী প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল।

সে কৌশলে রাতে ঘরে অনধিকার প্রবেশ করে গৃহবধুর ঘুমন্ত অবস্থায় ছবি তুলে ভিন্ন ভিন্ন নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আইডি খুলে ছড়িয়ে দেয়।

এ ঘটনা ভাইরাল হলে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন।

মামলাটি বিজ্ঞ আদালত এফআইআর পূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে বাহুবল থানাকে নির্দেশ দেন। বাহুবল থানা মামলাটি ২০১২ সালের পর্ণোগ্রাফি আইনের ৮(২) (৩) (৪) ধারায় রেকর্ডভূক্ত হয়।

মামলা নং ০৪, তারিখ-০৪/০৮/২০২২। এর পর পরই লিটনকে গ্রেফতার করতে থানা পুলিশের পাশাপাশি র‌্যাবও কয়েক দফা অভিযান চালায়। কিন্তু কৌশলে টের পেয়ে লিটন পালিয়ে যায়।

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার কামরাঙ্গীরচর, মৌলভী বাজার ও শ্রীমঙ্গলের কয়েক স্থানে অভিযান চালান মামলার তদন্ত কর্মকর্তা এসআই আল আমিন।

অবশেষে তদন্ত কর্মকর্তা এসআই আল আমিনের নেতৃত্বে অফিসার ইনচার্জ রকিবুল হাসান খানের নিদের্শনায় চৌকস একটি টিম নিয়ে গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর নামক স্থানে অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করতে সক্ষম হন। সে সেখানে এক রেস্টুরেন্টে চাকুরি করছিল।

আসামীর তথ্যমতে যে মোবাইল সেট দিয়ে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিয়েছিল সেই মোবাইলসেটও উদ্ধার করেছে পুলিশ।সে তার অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই আল আমিন।মামলার পর থেকেই লিটন প্রবাসীর মা ও স্ত্রীকে প্রতিনিয়ত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126862 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 07:52:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group