• হোম > খেলা > সাকিবের নৈপুণ্য, গায়ানার দুর্দান্ত জয়

সাকিবের নৈপুণ্য, গায়ানার দুর্দান্ত জয়

  • রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:০৩
  • ৪৩৬

 ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে বোলিংটা মোটামুটি হলেও সাকিব আল হাসানের ব্যাটিংটা ছিল হতাশার। তবে তৃতীয় ম্যাচে সাকিব ফিরে পেলেন নিজেকে। শুধু ব্যাটিং নয়, বোলিং-ফিল্ডিংয়ে সমান অবদান রেখে দলকে এনে দিলেন দারুণ এক জয়।

রবিবার বাংলাদেশ সময়ে ভোরে শুরু হওয়া ম্যাচটিতে প্রথম ব্যাট হাতে করেন ২৫ বলে ৩৫ রান, বোলিংয়ে চার ওভারে মাত্র ২০ রান খরচায় নেন ৩ উইকেট। পাশাপাশি ফিল্ডিংয়ে সরাসরি থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে একটি রানআউটও করেছেন সাকিব।

সাকিবময় ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গায়ানা ৬ উইকেটের বিনিময়ে করে ১৭৩ রান। জবাবে ত্রিনবাগোর ইনিংস থামে ১৩৬ রানে। প্রথম ছয় ম্যাচে মাত্র এক জয় পাওয়া গায়ানা সাকিব যোগ দেওয়ার পর তিন ম্যাচের সবকয়টিই জিতে নিলো।
আজকের হ্যাটট্রিক জয়ের সুবাদে নয় ম্যাচে ৪ জয় ও পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টের সুবাদে মোট ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে গায়ানা। একইসঙ্গে প্লে-অফের টিকিটও নিশ্চিত হয়ে গেছে তাদের। বিদায় নিয়েছে ত্রিনবাগো।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126881 ,   Print Date & Time: Wednesday, 3 December 2025, 02:38:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group