• হোম > আন্তর্জাতিক > কানাডায়,শক্তিশালী ,ঘূর্ণিঝড় ফিওনার, আঘাত

কানাডায়,শক্তিশালী ,ঘূর্ণিঝড় ফিওনার, আঘাত

  • রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭
  • ৪৮৪

 ছবি: সংগৃহীত

কানাডার পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফিওনা। ঝড়ের প্রভাবে গাছ ও বিদ্যুতের খুঁটি উড়ে গেছে এবং কয়েক হাজার বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লরেন্স উপসাগরের তীরবর্তী নোভা স্কটিয়ায় রয়েছে। নোভা স্কটিয়া ও প্রিন্স এডওয়ার্ড দ্বীপে গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে।

ফিওনা প্রায় এক সপ্তাহ আগে পুয়ের্তো রিকো এবং ক্যারিবীয় অঞ্চলের অন্যান্য অংশের ওপর দিয়ে আঘাত হানার পর এগুতে শুরু করে। এটি ক্যানসো ও গুইসবোরো, নোভা স্কটিয়ার মধ্যে আঘাত হানে শনিবার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126891 ,   Print Date & Time: Thursday, 6 November 2025, 06:27:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group