• হোম > জাতীয় > খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলার শুনানি পেছাল

খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলার শুনানি পেছাল

  • রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫০
  • ৫৩৩

 ছবি: সংগৃহীত

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও মুলতবি করেছেন আদালত।

আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আলী হুসাইন এই মামলায় আগামী বছরের ২৫ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করে আদেশ দেন।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
আজ কেরানীগঞ্জে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর ভারপ্রাপ্ত বিচারক আলী হোসাইনের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি।

আজ শুনানির সময় বিএনপি নেতা ড. খোন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরীসহ ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ঠিকাদার নিয়োগে অনিয়ম ও ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার সহকারী পরিচালক মো. নাজমুল আলম শাহবাগ থানায় এই মামলা করেন। মামলায় অভিযুক্ত আসামির সংখ্যা ১৩ জন। বিভিন্ন সময় ছয় আসামি মারা যান। বর্তমানে আসামির সংখ্যা সাতজন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126898 ,   Print Date & Time: Tuesday, 15 July 2025, 12:42:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group