• হোম > বরিশাল > ভোলায় পিক-আপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ভোলায় পিক-আপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৯
  • ৮৯০

ভোলায় পিক-আপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ভোলা প্রতিনিধি:

ভোলায় বন্ধুর সঙ্গে শপিং করতে এসে বাড়ি ফেরার পথে পিক-আপ চাপায় শাকিল (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর বন্ধু সুমন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল ভোলা সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের ২ নং চর ছিফলী গ্রামের মো.ফখরুল ইসলামের ছেলে। সে গতবছর ভোলা সরকারি কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চলতি বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার রাতে শাকিল ও তার বন্ধু সুমন ভোলা শহর থেকে শপিং করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকায় মাছ বোঝাই একটি পিক-আপ শাকিলের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে ভোলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার শাকিলকে মৃত্যু ঘোষনা করেন। আহত সুমন চিকিৎসাধীন রয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126906 ,   Print Date & Time: Thursday, 11 September 2025, 02:23:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group