• হোম > বিনোদন > নায়িকাকে রাস্তায় ফেলে পেটালেন নায়কের স্ত্রী

নায়িকাকে রাস্তায় ফেলে পেটালেন নায়কের স্ত্রী

  • সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৩১
  • ৪২৬

 ছবি: সংগৃহীত

নায়িকাকে পেটালেন নায়কের স্ত্রী। ভারতের ওড়িশার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ঘটনা ঘটেছে। সেখানের অভিনেতা বাবুশান মোহান্তির সাথে প্রেম করছেন অভিনেত্রী প্রকৃতি মিশ্র এমন গুঞ্জন চলছিল।

তার গুঞ্জনের মধ্যেই স্ত্রীর কাছে প্রেমিকাসহ ধরা পড়েন বাবুশান। আর এই ঘটনার জেরেই প্রকাশ্যে রাস্তায় স্বামীর প্রেমিকাকে মারধর করেন বাবুশানের স্ত্রী।

সেই ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, বাবুশানপত্নী তৃপ্তি রাস্তায় অভিনেত্রীর সাথে বিবাদে জড়িয়ে পড়েন। অভিনেত্রীর চুলের মুঠি টেনে রাস্তার ফেলে মারধর করেছিলেন তৃপ্তি।

কোনোরকমে গাড়ি থেকে নেমে একটি অটোরিকশার দিকে ছুটে যান প্রকৃতি, সেইসময়ও তৃপ্তি তাকে ধাওয়া করেন। আর গোটা ঘটনাই মোবাইল ক্যামেরায় ধারণ করে পথচারীরা। গোটা ঘটনাটি যে সবপক্ষের জন্য বিব্রতকর সেটি আর না বললেও চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126965 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 01:01:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group