• হোম > বিশেষ নিউজ > ৬০ বছর পর আজ পৃথিবীর কাছাকাছি আসছে বৃহস্পতি

৬০ বছর পর আজ পৃথিবীর কাছাকাছি আসছে বৃহস্পতি

  • সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৩
  • ২২৬১

 ছবি: সংগৃহীত

প্রায় ৬০ বছর পর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি আজ পৃথিবীর খুব কাছাকাছি আসবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) পৃথিবীর খুব কাছে আসবে গ্রহটি।

নাসার তথ্য অনুসারে, গত ৫৯ বছরের ইতিহাসে যা একটি মহাজাগতিক বিরল ঘটনা। এদিন বৃহস্পতিকে সারা রাতই আকাশে দেখা যাবে।

নাসা জানায়, বৃহস্পতি পৃথিবীর খুব কাছে চলে আসার কারণে পৃথিবী থেকে তাকে অনেক স্পষ্ট এবং উজ্জ্বল দেখা যাবে।

এর আগে ১৯৬৩ সালে পৃথিবী থেকে গ্রহটিকে দেখা গিয়েছিল। পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২.৬৯ মিলিয়ন কিলোমিটার। কিন্তু আজ পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে মাত্র ৩৬,৭৪১৩,৪০৫ মাইল। বৃহস্পতি গ্রহটি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতির ব্যাস ১, ৪২, ৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১ হাজার ৩০০ গুন বড়। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার। বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম। অসাধারণ এ দৃশ্যটি মানুষ দূরবীনের সাহায্যে দেখতে পাবে।

তথ্যসূত্র : ইউএস টুডে


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126983 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 08:36:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group