• হোম > আওয়ামীলীগ | জাতীয় > অনশন ঘোষণার দুই ঘণ্টা পরেই সিদ্ধান্ত বদল

অনশন ঘোষণার দুই ঘণ্টা পরেই সিদ্ধান্ত বদল

  • সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩১
  • ৪৭৬

 ছবি: সংগৃহীত

আমরণ অনশনের ঘোষণা দেওয়ার দুই ঘণ্টা পরেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা।

এ বিষয়ে ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস গণমাধ্যমকে বলেন, আমরা অনশন বাতিল করছি। নতুন কোনো কর্মসূচিও দিচ্ছি না। তবে অনশন বাতিলের বিষয়ে বহিষ্কৃতদের কেউ কোনো উত্তর দেননি।

এর আগে, বেলা সোয়া ১১ টায় সংবাদ সম্মেলনে ভিত্তিহীন বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরণ অনশন ঘোষণা দিয়েছেন বহিষ্কৃতরা। এরপর সংবাদ সম্মেলন শেষে সোয়া ১২টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আমরণ অনশন করতে অবস্থান নিয়েছিলেন তারা। কিন্তু সেখানে দেড় ঘণ্টা বৈঠকের পর দুপুর দেড়টার দিকে ইডেনের নেত্রীরা সেখান থেকে বের হয়ে আসেন।

প্রসঙ্গত, ইডেনে টানা দুই দিনের উত্তেজনার মধ্যে রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত এবং ওই কমিটির ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/126998 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 07:29:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group