• হোম > ক্রিকেট > সিরিজ জয়ের মিশন নামছে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশন নামছে বাংলাদেশ

  • মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৭
  • ৩৯৯

সিরিজ জয়ের মিশন নামছে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সময়টা যেন যাচ্ছেতাই যাচ্ছিলো বাংলাদেশের। জয়ক্ষরা কাটিয়ে সযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে কষ্টার্জিত এক জয় পায় বাংলাদেশ। কষ্টার্জিত হলেও টি-টোয়েন্টিতে জয় পাওয়াতেই যেন খুশি টিক টাইগার্স। আগের ম্যাচের এই জয়ের অনুপ্রেরণাতেই আজ দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ।

দুবাইয়ের স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিত্যে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল।

প্রথম ম্যাচ জেতায় বাংলাদেশ দলের মধ্যে জয়ের আত্মবিশ্বাস ফিরে এসেছে। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়েই আজ দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে সিরিজ জিততে চায় টাইগাররা।

এশিয়া কাপের শেষ ম্যাচ থেকে নতুন ভূমিকায় বাংলাদেশের ওপেনার হিসেবে নামা মেহেদি হাসান মিরাজ মনে করেন প্রথম ম্যাচের জয় বাংলাদেশ দলে আত্মবিশ্বাস ফেরাবে। সেই আত্মবিশ্বাসকে শক্তি হিসেবে কাজে লাগিয়েই সিরিজ জিততে পারে বাংলাদেশ বলে মনে করেন এই অলরাউন্ডার।

বিসিবির পক্ষ থেকে দেওয়া এক ভিডিওবার্তায় প্রথম ম্যাচের জয়ের ব্যাপারে মিরাজ বলেন, ‘আমাদের যে জিনিসটা দরকার ছিল যে কীভাবে একটা ম্যাচ জিততে হবে এরকম চাপের মুহূর্তে। কারণ এর আগে আমরা এমন ম্যাচ অনেক হেরেছি। সুতরাং এ জিনিসটা আমাদের দরকার ছিল। এই জিনিসগুলো, ছোট জিনিস এসব নিয়েও কথা বলা হয়েছে। হ্যাঁ অবশ্যই, আমাদের একটা জয় খুব দরকার ছিল। কারণ গত কয়েকটা সিরিজে, এশিয়া কাপে আমরা কাছে গিয়ে হেরেছি, জিততে জিততে হেরে গেছি। গত ম্যাচের পরিস্থিতি ওরকমই ছিল কিন্তু আমাদের বোলাররা খুব ভালো কামব্যাক করেছে। এটা সবার ভেতরে বিশ্বকাপের জন্য আলাদা আত্মবিশ্বাস জোগাবে।’

এদিকে প্রথম ম্যাচে সেরার পুরস্কার পাওয়া আফিফ হোসেনও জানিয়েছিলেন, কিছু সিনিয়র খেলোয়াড় না থাকলেও, আমাদের ওপর কোন বাড়তি চাপ নেই। আমাদের সবসময় সেরা একাদশই থাকে। আমি আশা করি পরের ম্যাচেও রান করতে পারবো আমি।’

বাংলাদেশ তাদের ফিরে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে পারবে কিনা সেটি দেখার জন্য দুবাইয়ের স্পোর্টস সিটি স্তেডিয়ামের দিকেই।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127043 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 08:17:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group