• হোম > শিক্ষাঙ্গন > পবিপ্রবিতে এলএলএম এর ভর্তি বিজ্ঞপ্তি

পবিপ্রবিতে এলএলএম এর ভর্তি বিজ্ঞপ্তি

  • মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪৪
  • ৪৪৩

পবিপ্রবিতে এলএলএম এর ভর্তি বিজ্ঞপ্তি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধীনে আইন ও ভূমি প্রশাসন বিষয়ে জুলাই-ডিসেম্বর/২০২১ সেমিস্টারে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

আবেদন করতে পারবেন যারাঃ-

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এলএল.বি ডিগ্রীধারী শিক্ষার্থীরা ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উক্ত ডিগ্রীধারী শিক্ষার্থীরাও এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তবে কোর্স ক্রেডিট সিস্টেমে অবশ্যই ন্যূনতম সিজিপিএ ২.৫ (স্কেল ৪.০০) অথবা ৩.৫(স্কেল ৫.০০) থাকতে হবে।

আবেদনের পদ্ধতিঃ-

পবিপ্রবির ওয়েবসাইট (www.pstu.ac.bd) হতে আবেদনপত্র সংগ্রহ করত সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ

১. ভর্তির জন্য আবেদনের নির্ধারিত ফর্ম
২. সত্যায়িত ০৩ কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি
৩. সকল সার্টিফিকেটের সত্যায়িত কপি
৪. সকল ট্রান্সক্রিপ্ট/মার্কশীটের সত্যায়িত কপি
৫. সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান(বিভাগীয়) হতে প্রাপ্ত প্রশংসাপত্র/চারিত্রিক সনদ
৬. প্রস্তাবিত সুপারভাইজার থেকে সম্মতিপত্র
৭. প্রস্তাবিত একাউন্ট নম্বর SB 7519, Rupali Bank Limited, PSTU Branch, Dumki, Patuakhali এ অফেরতযোগ্য একহাজার টাকা প্রদানের পোস্টগ্রাজুয়েট স্টুডেন্টস স্লিপ
৮. সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান হতে চাকুরিরত ক্যান্ডিডেট এর ক্ষেত্রে শিক্ষা ছুটির সম্মতি পত্র

নির্বাচিতদের তালিকা প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর অথবা তার পূর্বে

ভর্তির তারিখঃ ৩০ ও ৩১ অক্টোবর

ক্লাস শুরুর তারিখঃ ১ নভেম্বর, ২০২২


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127053 ,   Print Date & Time: Sunday, 11 May 2025, 05:08:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group