• হোম > শিক্ষাঙ্গন > রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ চট্টগ্রাম বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশনের দায়িত্বে নাজমুল-সাদেক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ চট্টগ্রাম বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশনের দায়িত্বে নাজমুল-সাদেক

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:২১
  • ৭৬৭

 ফাইল ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠন ‘রবীন্দ্র ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চট্টগ্রাম ডিভিশন (রুসাচড)” এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী একেএম নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের মোঃ সাদেকুজ্জামান।

এছাড়াও অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন,

প্রয়াস চাকমা (সহ- সভাপতি), রাকিবুল হাসনাত মুগ্ধ(সহ-সভাপতি), খিংছ (যুগ্ম সাধারণ সম্পাদক), রাজু মিয়া (যুগ্ম সাধারণ সম্পাদক), আবু বকর সিদ্দিক (যুগ্ম সাধারণ সম্পাদক), রাতুল রহমান ধ্রুভ (কোষাধ্যক্ষ), ফায়েজুর রহমান (সাংগঠনিক সম্পাদক), জাহিদুল ইসলাম সিরাত (দপ্তর সম্পাদক), মু. আবু কাউছার (প্রচার সম্পাদক), স্বর্ণালী দেববর্মণ (ছাত্রী বিষয়ক সম্পাদক), রাসেল চাকমা (ক্রীড়া ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক), নাসরিন রুপা মরিয়ম (আপ্যায়ন বিষয়ক সম্পাদক), মনিষা ত্রিপুরা (ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক), গোলাম কিবরিয়া (সাহিত্য ও পাঠচক্র বিষয়ক সম্পাদক)। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তিথি বিশ্বাস, মোঃ সফিউল্লাহ হোসাইন, চুমকি চাকমা।

এসোসিয়েশনের সকল সদস্য ও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত সভাপতি নাজমুল বলেন,

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ চট্টগ্রাম বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় প্রথমেই আমি সংগঠনের দুজন সম্মানিত উপদেষ্টা এবং অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি আমার জন্য যেমন গৌরবের বিষয় একইসাথে চ্যালেঞ্জেরও বিষয়। এখন আমাদের প্রধান লক্ষ্য হবে সামনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি সংগঠনটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো। আমি আশাবাদী ভবিষ্যতে এই সংগঠন চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের স্বার্থসংরক্ষণে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে।

এছাড়াও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাদেকুজ্জামান বলেন,

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম বিভাগীয় শিক্ষার্থীদের ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে আমরা সচেষ্ট থাকব। এছাড়াও দেশবাসী ও চট্টগ্রাম বিভাগীয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা রবীন্দ্র ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চট্টগ্রাম ডিভিশন সবসময়ই কাজ করে যাব।

এসোসিয়েশন ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এসোসিয়েশনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের

বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিভাগ চট্টগ্রাম বিভাগ। দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়েও চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীরা অধ্যয়নরত। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের পদচারণায় যেমন আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে একটি বৈচিত্রময়তা আসবে সেই সাথে আশা করছি তারা সবাই ভ্রাতৃত্ব ও সমৃদ্ধির জন্য তাদের মেধা ও মননশীলতা কে কাজে লাগিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করবে।

উল্লেখ্য, রবীন্দ্র ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চট্টগ্রাম ডিভিশন-এর এটি ই প্রথম কার্যনির্বাহী কমিটি। তবে কার্যকরী কমিটি আসার আগে থেকে ই সাধারণ সদস্যরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্নভাবে ভর্তিচ্ছুদের সহায়তা করে এক নজির সৃষ্টি করেছে।

এসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত কমিটি আসায় সাধারণ সদস্যরা ভবিষ্যতে কলেবরে আরও বেশি আকারে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে আশা ব্যাক্ত করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127068 ,   Print Date & Time: Saturday, 10 May 2025, 09:59:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group