• হোম > রংপুর > কুড়িগ্রামের আওয়ামী লীগের ১০ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামের আওয়ামী লীগের ১০ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৪
  • ৭৮৬

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল সোমবার কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাজাহান খান (এমপি) সাবেক মন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ।

বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সমন্নয়ক রংপুর বিভাগীয় কেন্দ্রীয় প্রতিনিধি সাখাওয়াত হোসেন শফিক,এ্যাডভোটেক হুসনে আরা লুৎফা ডালিয়া (সাবেক এমপি) সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ,জাকির হোসেন (এমপি) প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মোঃ জাফর আলী সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আমান উদ্দিন আহমেদ মঞ্জু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা।

নির্বাচন ছাড়াই সমঝোতার ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারকে পুনরায় সভাপতি ও নবাগত হুমায়ুন কবির ছক্কু (চেয়ারম্যান)কে সাধারণ সম্পাদক করে রাত ১ টায় আগামী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি শাজাহান খান বলেন,সকল বেঁধাবেদ ভুলে গিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ঐক্য বদ্ধ হয়ে কাজ করে পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য ঐক্যবদ্ধ ছাড়া কোন বিকল্প নাই।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127072 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 05:43:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group