• হোম > শিক্ষাঙ্গন > ইবিতে ক্যারিয়ার ক্লাবের নবীন-বরণ

ইবিতে ক্যারিয়ার ক্লাবের নবীন-বরণ

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৯
  • ৪০৯

ইবিতে ক্যারিয়ার ক্লাবের নবীন-বরণ

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এ আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে কিনোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ‘মাইক্রোড্রিমআইটির’ প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানুর শরিফ, উপস্থাপক ও লেখক মোস্তফা শ্রাবন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম মাহী, যুগ্ম সম্পাদক রেদওয়ানুল ইসলাম, ট্রেজারার মুতাছিম বিল্লাহ রিয়াদ, মিডিয়া এন্ড প্রেস সম্পাদক আজাহারুল ইসলাম, অন্ট্রপ্রেনারশিপ সম্পাদক আরোশি আঁখি, হায়ার স্টাডি সম্পাদক মোজাম্মেল হোসেন রূম্মান, কমিউনিকেশন লিড শিহাব উদ্দীন, সহ-আইটি এন্ড ডিজাইন সম্পাদক ফাহিম মোসাদ্দেক, সহকারী পাবলিক রিলেশন সম্পাদক রিয়াজ হাসান রবিন সহ ক্লাবটির অন্য সদস্যরা। এসময় নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কিছু করার ইচ্ছে হলে সেটা করে ফেলবেন, কখনও ভাববেন না আপনি ব্যর্থ হবেন। যদি কিছু ভুলও হয় সেগুলো থেকে শিক্ষা নেবেন। দেখা যাবে পরবর্তীতে আর ভুল করবেন না। অনার্সের এই ৪-৫ বছর ভুল করার সময়। এসময় আপনারা ভুল করবেন এাটাই স্বাভাবিক।

বক্তারা আরও বলেন, বই পড়ে শেখার থেকে কাজ করে শেখাটা বেশ জরুরি। ভ্রমন করতে হবে, বিভিন্ন শ্রেণির মানুষের সাথে মিশতে হবে। এখন সময় হলো জীবন গোছানোর।
একটি বই যখন আমরা পড়ি তখন চিন্তা করি বইয়ের শেষ পৃষ্ঠা কখন পড়বো, এই চিন্তা না করে আপনারা চিন্তা করবেন পরের লাইনটি কখন পড়বো। মানুষের ভালো অভ্যাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরা। দ্বিতীয়ত টিম ম্যানেজমেন্ট। ব্রেনকে এমনভাবে তৈরি করতে হবে যেকোনো সময় যেন সবকিছু গ্রহণ করতে পারে।

উল্লেখ্য, “ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়্যার” স্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ১৭ই অক্টোবর শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সচেতনতা ও সার্বিক সহযোগিতার লক্ষ্যে যাত্রা শুরু করে ইবি ক্যারিয়ার ক্লাব।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127074 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 04:53:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group