• হোম > বিজ্ঞান ও প্রযুক্তি > গ্রহানুকে মহাকাশযানের ধাক্কা নিয়ে ইলন মাস্কের মজার পোস্ট

গ্রহানুকে মহাকাশযানের ধাক্কা নিয়ে ইলন মাস্কের মজার পোস্ট

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:০০
  • ২২৮৫

গ্রহানুকে মহাকাশযানের ধাক্কা নিয়ে ইলন মাস্কের মজার পোস্ট

 

পৃথিবীর দিকে প্রায়ই গ্রহানু ছুটে আসে। এতে পৃথিবীতে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। ভবিষ্যতে পৃথিবীতে নিরাপদ রাখতে এসব গ্রহানুর গতিপথ ঘুরিয়ে দেওয়া যায় কী না তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গতকাল সোমবার একটি গ্রহানুকে ধাক্কা দেয় নাসার মহাকাশযান।

নাসার এমন সাফল্য নিয়ে টুইটারে মজার পোস্ট করেছেন টেসলা নির্বাহী ইলন মাস্ক। এতে দেখা গেছে, গ্রহানুকে চড় মারছে নাসা। ইলন মাস্ক তার পোস্টকৃত মূল ছবিটি নিয়েছেন অস্কারের আসর থেকে। এবারের অস্কারে কমেডিয়ান ক্রিস রককে চড় মেরেছিলেন উইল স্মিথ। সেই ঘটনাটি বেশ আলোচিত হয়েছিল। ইলন মাস্ক স্মিথের মুখে নাসার লোগো ও ক্রিসের মুখে গ্রহানুর ছবি বসিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে নাসা তাদের ডাবল অ্যাস্টরেয়ড রিডাইরেকশন টেস্ট (ডার্ট) মহাকাশযান লঞ্চ করে। এটির উদ্দেশে ঘণ্টায় ১৪ হাজার মাইল বেগে ফুটবল স্টেডিয়াম আকারের গ্রহানুকে ধাক্কা দিয়ে গতিপথ ঘুরিয়ে দেওয়া।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127118 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 03:01:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group