• হোম > অর্থনীতি > ক্রেতাশূন্য ১৬৮ কোম্পানির শেয়ার

ক্রেতাশূন্য ১৬৮ কোম্পানির শেয়ার

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৫
  • ২০৭৯

ক্রেতাশূন্য ১৬৮ কোম্পানির শেয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬৮ কোম্পানির শেয়ার কেনার প্রতি আগ্রহ হারিয়েছেন বিনিয়োগকারীদের। বুধবার (২৮ সেপ্টেম্বর) লেনদেন শুরুর পর ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। এক পর্যায়ে ১৬৮ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী থাকলেও ক্রেতা পাওয়া যায়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩৫টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বিমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে ২৫টি কোম্পানির ক্রেতা নেই। তালিকাভুক্ত ৩৬টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৫টিই ক্রেতাশূন্য।

এছাড়া, ক্রেতাশূন্য রয়েছে ব্যাংক খাতের ২২ কোম্পানি, আর্থিক খাতের ১৪টি, প্রকৌশল খাতের ১৩টি, ফার্মা খাতের ৯টি, খাদ্য খাতের ৮টি, বিবিধ খাতের ৪টি, সিমেন্ট ও জ্বালানি খাতের ৩টি, ট্যানারি ও টেলিকমিউনিকেশন খাতের ২টি এবং সিরামিক, আইটি ও কাগজ খাতের ১টি করে কোম্পানি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127132 ,   Print Date & Time: Wednesday, 3 September 2025, 06:54:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group