• হোম > খুলনা > জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪২
  • ২১১৫

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

রাকিবুল হাসান রাকিব,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট সুজন জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য অধিকার আইনের উপর ৩ দিন ব্যাপী সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচির উদ্বোধনী দিবসে তেঘর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মুক্ত আলোচনায় সুজন সদর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজাদ হোসেন সাখিদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।

আলোচনা সভার উদ্বোধন করেন তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব মন্ডল,অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিন, সুজন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ওমর আলী বাবু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। ২৯ সেপ্টেম্বর অগ্রসর যুব নেতৃত্বের উপর প্রশিক্ষণ প্রাপ্তদের এবং ১ অক্টোবর প্রবীণ জনদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন বিষয়ে মুক্ত আলোচনাসভার ৩ দিন ব্যাপী কর্মসূচির সমাপ্ত করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127154 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 03:49:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group