• হোম > রংপুর > ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই সাত পরিবারের ঘরবাড়ি

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই সাত পরিবারের ঘরবাড়ি

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৮
  • ৪৪২

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই সাত পরিবারের ঘরবাড়ি

মোঃ আলমগীর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের ১৭টি ঘরসহ মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে রুহিয়া থানাধীন মন্ডলাদাম গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রহুল আমিনের রান্নাঘর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। যা মুহুর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে আগুন ছড়িয়ে পড়ে। এতে রহুল আমিন, মোহাম্মদ আলী, মোশারুল, সাহেদুল, সলেমান আলীর ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অনিল কুমার সেন জানান, আগুনে গ্রামের কয়েকটি পরিবারের প্রায় ১৭টি ঘরবাড়ি ও মালামাল সম্পূর্ণ পুড়ে গিয়েছে।

অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেন রুহিয়া থানা অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, খবর পেয়ে রুহিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127160 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 08:21:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group