• হোম > বরিশাল > তজুমদ্দিনে নানা আয়োজনে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

তজুমদ্দিনে নানা আয়োজনে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৩
  • ৮৯৪

তজুমদ্দিনে নানা আয়োজনে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ তজুমদ্দিন উপজেলা শাখা ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগ, যু্বলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ আলাদা আলাদা ভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

উপজেলা আ’লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কোহিনুর বেগম শিলা, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ কিরণ, উপজেলা যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু, সাবেক উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মোঃ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ঈসতিয়াক হাসান, সাধারণ সম্পাদক মিজান পোদ্দার, কৃষকলীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ, শ্রমিকলীগ সভাপতি টুটুল তালুকদার, মৎস্যজীবী লীগ সভাপতি সিরাজ মেম্বার, ছাত্রলীগ সভাপতি সাইফুদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক অপু চোধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127191 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 02:32:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group