• হোম > জাতীয় | স্বাস্থ্যকথা > একদিনে রেকর্ড সংখ্যক ৫২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ১

একদিনে রেকর্ড সংখ্যক ৫২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ১

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৭
  • ২৫৪৯

একদিনে রেকর্ড সংখ্যক ৫২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২০ জনে। এদিন আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ৫২৪ জন মধ্যে ৩৭৩ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫১ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৩৮৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৪৩২ জন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৪৭১ জন।

প্রসঙ্গত, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127199 ,   Print Date & Time: Tuesday, 21 October 2025, 05:33:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group