• হোম > বরিশাল > ঢাবি ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাবি ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৭
  • ৫৮০

ঢাবি ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কামরুজ্জামান শাহীন, ভোলা জেলা প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ক্যাডারদের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে জেলা ছাত্রদলের আয়োজনে ভোলা মহাজনপট্রিস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভ মিছিলে ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শরিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মিয়াজী, জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, ভোলা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর দলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলাল, যুগ্ম আহবায়ক মো. ইমরান হোসেন, ইশতিয়াক পিয়াস, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জানে আলম আকাশ, সদস্য সচিব ছোটনসহ জেলা, উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127205 ,   Print Date & Time: Sunday, 11 May 2025, 02:33:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group