• হোম > ঢাকা > শিবচরে ইসলামী ব্যাংকের ৩৮৬তম শাখার উদ্বোধন

শিবচরে ইসলামী ব্যাংকের ৩৮৬তম শাখার উদ্বোধন

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ২০:০৩
  • ৭৬২

শিবচরে ইসলামী ব্যাংকের ৩৮৬তম শাখার উদ্বোধন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে ইসলামী ব্যাংকের  ৩৮৬তম শাখার উদ্বোধন হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে  শিবচর পৌর এলাকার ডি আইজি সুপার মার্কেটের দোতলায় এ শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্ম না নিলে আমরা উন্নত দেশ পেতামনা।

ইসলামি ব্যাংকের সিইও মোহাম্মদ মনিরুল মাওলা সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ ইলিয়াস পাশাসহ স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127212 ,   Print Date & Time: Tuesday, 27 January 2026, 01:28:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group