কুমিল্লা মুরাদনগরে ৮ বছরের শিশু ধর্ষন মামলার অভিযোগে মোঃ নয়ন (৪৫) নামে একজন কে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
উপজেলার ১০ নং যাত্রাপুর ইউনিয়ন মোচাগড়া গ্রামের ৬নং ওয়ার্ড। গোলাপ বেপারি বাড়ির সিরাজ মাওলার ছেলে মোঃ নয়ন।
এক’ই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে উম্মে হাবীবা (০৮) কে জোরপূর্বক ধর্ষণ করায় ভিকটিমের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি অভিযোগ দায়ের করার পর তাকে কে গ্রেফতার করা হয়।
অভিযোগ সুত্রে জানা যায় ভিকটিম উম্মে হাবিবা (৮) প্রায় সময় মোঃ নয়নের বাড়িতে গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করে। গত বৃহস্পতিবার বিকাল ৩.ঘটিকার সময় প্রতিদিনের ন্যায় উম্মে হাবীবা সহ অন্যান্য বাচ্চারা মোঃ নয়নে’র বাড়িতে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে থাকে। উম্মে হাবিবা মোঃ নয়ন’র বাড়িতে বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। এ সময় মোঃ নয়ন উম্মে হাবীবা কে তার ঘরে যেতে বললেন। উম্মে হাবিবা তার ঘরে যাওয়ার পরে তাকে দিয়ে মোঃ নয়ন হাত পা টিপতে বলে।
এক পর্যায়ে মোঃ নয়ন। উম্মে হাবিবার পরিহিত হাফ প্যান্ট খুলে চৌকির উপরে শুয়াইয়া জোরপূর্বক ধর্ষন করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন অভিযোক্ত আসামি কে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
শামীম/এমআইসি
