• হোম > আন্তর্জাতিক > ভেনিজুয়েলায় ভূমিধসে ২৫ জনের মৃত্যু

ভেনিজুয়েলায় ভূমিধসে ২৫ জনের মৃত্যু

  • সোমবার, ১০ অক্টোবর ২০২২, ১১:৫৯
  • ৪৫০

 ভেনিজুয়েলায় ভূমিধসে ২৫ জনের মৃত্যু

ভারি বৃষ্টির পর পর্বতগুলো থেকে বড় বড় গাছের গুঁড়ি ও আবর্জনা নদী দিয়ে নেমে এসে তেখেরিয়াস শহরকে লণ্ডভণ্ড করে দেয়।

ভেনিজুয়েলার মধ্যাঞ্চলে ভারি বৃষ্টির পর পাঁচটি ছোট নদীতে দেখা দেওয়া আকস্মিক বন্যা। খবর রয়টার্সের।

টানা বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫২ জন নিখোঁজ রয়েছে বলে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।

ভারি বৃষ্টির পর শনিবার সন্ধ্যায় আশপাশের পর্বতগুলো থেকে বড় বড় গাছের গুঁড়ি ও আবর্জনা নদীগুলো দিয়ে নেমে এসে লাস তেখেরিয়াস শহরকে লণ্ডভণ্ড করে দেয়।

এলাকাটি রাজধানী কারাকাস থেকে ৬৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

দেশটি কর্মকর্তারা জানান, মাত্র ৮ ঘণ্টার মধ্যে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। এতে সৃষ্ট আকস্মিক বন্যায় তেখেরিয়াস এলাকার পানি সরবরাহের পাম্পগুলো ভেসে গেছে।

তারা আরও জানান, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাদা ও পাথরের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সামরিক বাহিনী ও উদ্ধারকারীরা জীবিতদের খোঁজে নদীর তীরগুলোতে তল্লাশি চালাচ্ছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টুইটে বলেছেন, তিনি ওই অঞ্চলকে দুর্যোগকবলিত এলাকা হিসেবে চিহ্নিত করে তিন দিনের শোক ঘোষণা করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/127639 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:23:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group