• হোম > আন্তর্জাতিক > তুরস্কে খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৪১

তুরস্কে খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৪১

  • রবিবার, ১৬ অক্টোবর ২০২২, ০৯:৪৪
  • ৪৫৭

সংগৃহীত

তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন।

তুরস্কের বার্তিন প্রদেশের ওই খনির ভিতরন এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। খবর বিবিসির।

এরদোয়ান সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে কৃষ্ণ সাগর তীরের আমাসরায় এই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

বিস্ফোরণের সময় অন্তত ১১০ জন শ্রমিক ওই খনিতে কাজ করছিলেন এবং এর অর্ধেকই ছিলো ৩০০ মিটারের বেশি গভীরে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এ পর্যন্ত এগার জনকে তারা উদ্ধার করেছেন, যাদের এখন চিকিৎসা দেয়া হচ্ছে।

রাতে জরুরি কর্মীরা পাথর খনন করে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পুরো কালো রঙে ঢেকে যাওয়া খনি কর্মীরা বেরিয়ে আসছেন এবং তাদের দৃষ্টি ছিলো ঝাপসা।

উদ্ধার কর্মীরা তাদের কৃষ্ণসাগর উপকূলের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেছেন।

আটকে থাকা কর্মীদের স্বজনরা খনি এলাকা ভিড় করছেন এবং তাদের স্বজনদের জন্য উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন।

ধারণা করা হচ্ছে, বিস্ফোরণটি গত শুক্রবার রাতে খনির অন্তত তিনশ মিটার গভীরে হয়েছে। খনির তিনশ থেকে সাড়ে তিনশ মিটার গভীরের ঝুঁকিপূর্ণ জোনে ৪৯ জন কাজ করছিলেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু জানিয়েছেন।

ঘটনাস্থলেই সাংবাদিকদের তিনি বলেছেন ওই এলাকাতেই তারা আছেন যাদের এখনো উদ্ধার করা যায়নি।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় প্রসিকিউটর কার্যালয় এর তদন্ত শুরু করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/128196 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 07:41:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group