হবিগঞ্জ,জেলা প্রতিনিধিহবিগঞ্জ সদর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিকালে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডাকাতদের হবিগঞ্জ জেলা বিচারিক আদালতে সোপর্দ করেন।
হবিগঞ্জ জেলা পুলিশের সুত্রে জানা যায়
জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে গত কাল মঙ্গলবার রাত ১১ টার সময় একটি সংঘবদ্ধ সক্রিয় ডাকাত দলকে হবিগঞ্জ সদর মডেল থানার ০১ নং লুকড়া ইউনিয়নের ধল গ্রাম হবিগঞ্জ টু লাখাই সড়কের টং টং শাহ আউলিয়া ইয়ামনী (রহঃ) এর মাজার শরীফের সামনের পাঁকা রাস্তা থেকে ডাকাত দের পরিবহনকৃত গাড়ী ও অস্ত্র-শস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), হবিগঞ্জ এর সদস্যরা অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
যাথাক্রমে ডাকাতরা হলো- আব্দুল মজিদ পিচ্চি মজিদ (৩৭), পিতা-মৃত আব্দুল কাদির, সাং-পাবই, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, মোঃ মন্নর আলী (মনোহর আলী) (৪৬), পিতা-মৃত মস্কব আলী, সাং-বেজুড়া, থানা-মাধবপুর, হবিগঞ্জ শফিক মিয়া (৪২), পিতা-মৃত আয়েত আলী, সাং-উড়ানিয়া ভাঙ্গারপাড়,মোঃ আঃ রহমান (২৬), পিতা-মৃত আব্দুল হাসিম, সাং-রামেশ্বর, উভয় থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ,জামাল মিয়া (৩৭), পিতা-মৃত আলাল উদ্দিন, সাং-সরাইল,নুনু মিয়া (৫৭), পিতা-মৃত হেলাল মিয়া, সাং- ধরমন্ডল, উভয় থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়া-কে আটক করা হয়।
এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত ০১ (এক)টি পিকআপ গাড়ী আটক করা হয়।
উল্লেখ্য , আটককৃতদের বিরুদ্ধে হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মনবাড়িয়া জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
