• হোম > শিক্ষাঙ্গন > ঘাসফুল বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঘাসফুল বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২, ১০:৪১
  • ২৬১২

 ঘাসফুল বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে , প্রথম আলো বন্ধুসভা,পবিপ্রবি ইউনিটের সদস্য কর্তৃক বুধবার (২ নভেম্বর ) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা পবিপ্রবি ইউনিটের সভাপতি সোহেল আমিন সাকিব, সাধারণ সম্পাদক সামাদ নকিব,
সাংগঠনিক সম্পাদক শাফিন রহমান।এছাড়াও কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারদিন রহমান,আতিক রাহাত, তৃণ,দর্পন,সাইমা।

উদ্দেশ্য যখন ভালো কাজ করার,সেই উদ্দেশ্য কে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ঘাসফুল বিদ্যালয়’ নামক সংগঠন এর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সুবিধাবঞ্চিত এবং স্কুলের পাশাপাশি তাদের প্রাইভেট পড়ার ক্ষমতা নেই। ক্যাম্পাস ভিত্তিক সংগঠন ঘাসফুল বিদ্যালয় তাদেরকে ফ্রিতে পাঠদান করে।

বন্ধুসভার এই আয়োজনটি ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথমত শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয় যেখানে চিত্রাঙ্কনের মূল বিষয় ছিল একটি ভাল কাজ। তারপর সাধারণ জ্ঞান ও গণিত অলিম্পিয়াড এবং প্রথম আলোর পত্রিকা পাঠ অনুষ্ঠিত হয়। প্রথম আলোর পত্রিকা পাঠের উদ্দেশ্য হল তাদেরকে প্রথম আলো খবরের সাথে পরিচয় করানো এবং খবর পড়ার নিত্যদিনের অভ্যাস তৈরি করা। উক্ত সাধারণ জ্ঞান থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষে সকল শিক্ষার্থীদের মাঝে পেন্সিল, রাবার, খাতা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
শিশু শিক্ষার্থীদের প্রবল আগ্রহ ও উৎসাহে পুরো অনুষ্ঠান টি মুখোরিত ছিলো।

বন্ধুসভার পবিপ্রবি ইউনিটের সকল সদস্য বৃন্দ ও শিক্ষার্থীদের সহায়তায় বন্ধুসভার প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দর ভাবে সম্পন্ন হয়।

ফারাহ্ রকিব তৃণ
পবিপ্রবি প্রতিনিধি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129363 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:02:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group