• হোম > খেলা > বৃষ্টির কারণে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার খেলা বন্ধ

বৃষ্টির কারণে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার খেলা বন্ধ

  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২, ১৭:২৩
  • ৫৫৬

 বৃষ্টির কারণে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার খেলা বন্ধ

বিশ্বকাপে পাকিস্তান- দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। পাকিস্তানের বিরুদ্ধে ১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৯ ওভার খেলা শেষে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ম্যাচ আর শুরু হতে না পারলে পাকিস্তান ১৬ রানে জিতে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখবে।

দুজনের জোড়া ফিফটিতে ভর করে পাকিস্তানও পেল ১৮৫ রানের বড় সংগ্রহ।

বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে দুপুর ২টায় সিডনিতে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

শুরুতেই তারা হারিয়ে ফেলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। ব্যাটিংয়ের মূল ভিত্তি দুই ব্যাটারকে হারিয়েও দিশেহারা হয়নি তারা

দলের পক্ষে হাল ধরেন ইফতেখার আহমেদ ও শাদাব খান। দলকে এনে দেন বড় সংগ্রহও।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। নির্ভরযোগ্য ব্যাটার ফখর জামান ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন। তার বদলে দলে নেওয়া হয়েছে হারিসকে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129373 ,   Print Date & Time: Sunday, 13 July 2025, 12:42:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group