• হোম > অর্থনীতি > ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন

ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন

  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২, ১৭:৫৮
  • ২২৩৯

 ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন

ব্যাংকের লেনদেন ও অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন এবং ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক চলবে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

সাধারণত ব্যাংকে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন ও ৬টা পর্যন্ত অফিস সময় থাকে। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে সম্প্রতি বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য অফিসের কর্মঘণ্টা কমানোর বিষয়টি আলোচনায় আসে। এছাড়া রাত ৮টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখার বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। বিদ্যুৎ -জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের কারণে ব্যাংকে বর্তমানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস এবং ৩টা পর্যন্ত লেনদেন চলছে।

সম্প্রতি সরকারি অফিস শুরু ও শেষের সময় ১ ঘণ্টা করে বাড়ানোর পর ব্যাংকগুলোর সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত কার্যকরের পর ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমবে। বর্তমানে অফিস শুরু ও শেষের সময় এক ঘণ্টা এগোলেও আগের মতোই অফিস সময় ৮ ঘণ্টা এবং লেনদেন সময় ৬ ঘণ্টা বহাল আছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129375 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 09:49:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group