• হোম > বাংলাদেশ > যেখানে টিলাকাটা সেখানেই অভিযান

যেখানে টিলাকাটা সেখানেই অভিযান

  • রবিবার, ৬ নভেম্বর ২০২২, ০৯:৫৩
  • ৩৪৩

 যেখানে টিলাকাটা সেখানেই অভিযান

অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সিলেটের গোলাপগঞ্জের টিলা ও ভূমিখেকোরা। উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক চলছে টিলাকাটা।

এ অসাধুদের রুখতে প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে।টিলা ও পাহাড় কাটা রোধে একের পর এক অভিযান করে জরিমানা করেও দমানো যাচ্ছেনা তাদের। আইনের চোখে ফাঁকি দিয়ে কৌশল পাল্টিয়ে গভীর রাতে এক্সেলেটর দিয়ে টিলা কেটে মাটি বিক্রি করা হচ্ছে।

উপজেলার ঢাকাদক্ষিণ, লক্ষণাবন্দ, আমুড়া, ফুলবাড়ী ও লক্ষীপাশাসহ বিভিন্ন এলাকায় টিলা কেটে মাটি বিক্রি করার অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন এদেরকে রুখতে একের পর এক অভিযান পরিচালনা করে জরিমানা করা হচ্ছে।

সর্বশেষ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইউনিয়নের দত্তরাইল গ্রামে অবৈধ টিলাকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। শনিবার বিকালে এ পরিচালনার আগেই সটকে পড়েন টিলাখেকোরা।
পরে শ্রমিকদের কাছে পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট অভিজিৎ চৌধুরী। এসময় ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
জরিমানা অনাদায়ে ২ শ্রমিককে আটক করার জরিমানা দিলে পরে তাদের ছেড়ে দেয়া হয়।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী শনিবার  বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধভাবে টিলাকাটা হবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ উপস্থিত ছিলো।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129519 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 04:34:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group