• হোম > বিনোদন > আমাকে জড়িয়ে কুৎসা রটানোর চেষ্টা হচ্ছে : মিম

আমাকে জড়িয়ে কুৎসা রটানোর চেষ্টা হচ্ছে : মিম

  • বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২, ১৭:৩৯
  • ৪১২

 আমাকে জড়িয়ে কুৎসা রটানোর চেষ্টা হচ্ছে : মিম

আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে- এমনই অভিযোগ করলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

বুধবার রাতে আরেক অভিনেত্রী পরীমনির একটি স্ট্যাটাস ভাইরাল হয়ে যায়। যেখানে মিমকে উদ্দেশ করে বলেছিলেন নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকার জন্য। এরই পরিপ্রেক্ষিতে বিদ্যা সিনহা মিম নিজের ফেসবুকে দীর্ঘ এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

প্রতিক্রিয়ায় পরীমনির বিরুদ্ধে মামলা ও যেসব অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল মিথ্যা খবর ছড়াবে তাদের বিরুদ্ধেও মামলা করবেন বলে জানান।

মিম অভিযোগ করে বলেন, ‘পরাণ ও দামাল সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। ’

নিজের অবস্থান ব্যাখ্যা করে এই নায়িকা বলেন, ‌‘পরাণ ও দামাল যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একই রকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরুদায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয়জীবন গড়ে তোলার চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব। আমি কাজ করছি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে। ’

যেসব খবর ছড়াচ্ছে, সেসব প্রমাণ ছাড়াই ছড়ানো হচ্ছে উল্লেখ করে লাক্স তারকা বলেন, ‘শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সবার মন জয়ের চেষ্টা করছি প্রতিনিয়ত। কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দিইনি, যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি, আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন- এখন যে বা যারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। ’

বাড়াবাড়ি হলে পরীমনির বিরুদ্ধে মামলা করার ইঙ্গিত দিয়েছেন মিম। তিনি বলেন, ‘তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারও কোনো ধরনের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। ’

গণমাধ্যমের সহায়তা চেয়ে মিম বলেন, ‘আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সব সময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষী দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। ’

মিথ্যা খবর ছড়ালে অনলাইন পোর্টাল ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জানিয়ে বলেন, ‘কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হব।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129719 ,   Print Date & Time: Friday, 4 July 2025, 08:04:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group