• হোম > বাংলাদেশ > ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: বাবা নিহত, ছেলে আহত

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: বাবা নিহত, ছেলে আহত

  • শুক্রবার, ১১ নভেম্বর ২০২২, ১৫:৪৮
  • ৪০৪

 ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: বাবা নিহত, ছেলে আহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুর সোয়া ১২টায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোখলেছুর রহমান (৪৪), পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার জয়গঞ্জ গ্রামের মো. মফিজুল হকের ছেলে। তিনি উপজেলার জৈনা বাজার এলাকায় স্থানীয় রানা আহমেদের বাড়িতে ভাড়া থেকে নাসির গ্লাস নামের একটি কারখানায় কাজ করতেন। এঘটনায় তার ১১ বছর বয়সি ছেলে ফয়সাল আহমেদ আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজারের শিশুতোষ বিদ্যাঘরের সামনে ইউটার্ন এলাকা পাড় হচ্ছিল ঢাকাগামী এক ড্রাম ট্রাক। এসময় অসাবধানতাবশত একটি মোটরসাইকেলের সাথে ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মোখলেছুর রহমান ও তার ছেলে ফয়সাল গুরুতর আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মোখলেছুর রহমানকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129748 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 06:53:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group