• হোম > আন্তর্জাতিক > মিয়ানমারকে অবিলম্বে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে

মিয়ানমারকে অবিলম্বে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে

  • শনিবার, ১২ নভেম্বর ২০২২, ১৮:২৬
  • ৩৯৪

 মিয়ানমারকে অবিলম্বে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে

মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ শনিবার সকালে দেশটির সামরিক জান্তাকে অবিলম্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। খবর হিন্দুস্তান টাইমস।

গুতেরেস বলেন, মিয়ানমারকে ঘিরে থাকা অশেষ দুঃস্বপ্ন বন্ধ করার একমাত্র উপায় হলো গণতন্ত্র।

গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এর পর থেকে সু চিসহ গুরুত্বপূর্ণ সব নেতা জেলবন্দী ও একাধিক মামলায় তারা সাজা খাটছেন। এ ছাড়া সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে দেশটিতে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন আসিয়ান সম্মেলনে অংশ নিতে বর্তমানে কম্বোডিয়ার রাজধানী নমপেনে অবস্থান করছেন গুতেরেস।

সেখানে তিনি মিয়ানমার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারের কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শুনতে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়ার এবং দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আসার আহ্বান জানাচ্ছি। স্থিতিশীলতা ও শান্তির এটাই একমাত্র পথ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129802 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 03:15:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group