• হোম > বিনোদন > পরীমনির বিস্ফোরক স্ট্যাটাস, রাজ বললেন ‘কিছুই জানি না’

পরীমনির বিস্ফোরক স্ট্যাটাস, রাজ বললেন ‘কিছুই জানি না’

  • শনিবার, ১২ নভেম্বর ২০২২, ১৮:৩৩
  • ৪৩৪

 ---

চিত্রনায়ক শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে পরীমনির ‘জটিলতা’ যেন বাড়ছেই। বৃহস্পতিবার রাতে আবারও মিমকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সেখানে তিনি আবারও দাবি করেছেন, মিমের কারণে রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে।

তার অভিযোগ, মিমের সঙ্গে শরীফুল রাজের সম্পর্ক আছে। যে কারণে তাদের সংসারে টানাপোড়েন চলছে। বিদ্যা সিনহা মিমের সঙ্গে পরীমনির স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন দাবি পরীমনি আগেও করেছিলেন। এর আগে ‘দামাল’ চলচ্চিত্রের প্রচারণার সময় হাত ধরা নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমনি। গত বুধবার গভীর রাতে মিমকে ট্যাগ করে একটি স্ট্যাটাস দেন।

এমন ঘটনা প্রসঙ্গে শরিফুল রাজ গণমাধ্যমে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি আগেই বলেছি আমি আমার যে কোনো কাজের প্রতি সব সময়ই সিনসিয়ার থাকি। সংসার এবং স্ত্রী-সন্তানের প্রতিও তাই। এরপরও কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনল জানি না। এতে আমি রীতিমতো শকড। আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগই মিথ্যা। আমি সব সময়ই সবক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করি। তাই সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব, এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না।

তিনি আরও বলেন, রিয়েলি, আমি কিছুই জানি না, কিছুই করিনি। ও কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনল আমি চাই তার জবাব সে দেবে। সে যা বলেছে তা যথাযথভাবে সবার সামনে ক্লিয়ার করুক। আমি যেহেতু এমন কিছুই করিনি, তাই এ বিষয়ে আমি কেন কথা বলব। সবার সংসারে কমবেশি খুনসুটি হয়েই থাকে, তাই বলে ব্যক্তিগত বিষয়কে অন্যভাবে জনসম্মুখে প্রচার বা প্রকাশ করা মোটেও শোভন নয়। আবারও বলি, ছোটবেলা থেকেই সব বিষয়ে আমি সৎ এবং সিনসিয়ার থাকার চেষ্টা করি। এ ছাড়া নিজের ব্যক্তিগত বিষয় কারও কাছে শেয়ার করা পছন্দ করি না। কারণ, আমি আমার ব্যক্তিগত প্রতিটি বিষয়কে সম্মান ও শ্রদ্ধা করি।
পরীমণির সংসার ভাঙার প্রসঙ্গে রাজ বলেন, আমি আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবুও বলব আমার পক্ষ থেকে এমন কোনো ঘটনা ঘটেনি যে, হুট করে সংসার ভেঙে যাবে। আমরা ভালোবেসে বিয়ে করেছি। পরীকে আমি অনেক ভালোবাসি এবং ভালোবেসে যাব। আমাদের একটি আদরের সন্তানও আছে। তাই আমি বলব, পরী যদি নিজের অজান্তে কোনো ভুল বুঝে থাকে তবে সে তার সুচিন্তা দিয়ে সবকিছু স্বাভাবিক করবে ও সামলে নেবে। আমার আর বলার কিছু নেই।

দেখুন, আবারও বলছি, আমি এসবের কিছুই জানি না। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। পরীমণি কেন এমন করল একমাত্র সেই তা জানে এবং আমি আশা করব সে প্রকৃত বিষয়টি দ্রুত পরিষ্কার করবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129808 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 12:19:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group