• হোম > বাংলাদেশ > হাতিরঝিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

হাতিরঝিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • শনিবার, ১২ নভেম্বর ২০২২, ১৮:৩৯
  • ৩৬৭

 হাতিরঝিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে লেকের মহানগর ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, খবর পেয়ে হাতিরঝিল মহানগর ব্রিজের নিচে লেকের পানি থেকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আলমগীর আরও জানান, আশপাশের লোকজন জানিয়েছেন ওই যুবক ব্রিজ থেকে লাফিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি জানান, ওই যুবকের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ক্রাইম সিমকে খবর দিয়েছি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই আলমগীর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129813 ,   Print Date & Time: Wednesday, 9 July 2025, 01:36:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group