• হোম > বাংলাদেশ | রংপুর > ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২

  • রবিবার, ১৩ নভেম্বর ২০২২, ১০:০৫
  • ৭২৪

 ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২

ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি স্থান নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুইজন নিহত এবং আহত একজন।

শনিবার রাত সাড়ে ৮ টায় ফাড়াবাড়ি হতে শহরের দিকে আসার সময় এ ঘটনা ঘটে।
নিহত, মিন্টু (২৩) পিতা: মৃত গিয়াসউদ্দিন, সেনুয়া ইউনিয়নের কিসমত চামেশ্বরী উত্তর গ্রামের বাসিন্দা। অপরজন, হাসান (৩০) পিতা: আফাজ উদ্দিন, আঁকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের বাসিন্দা। চিকিৎসাধীন রয়েছে ফিরোজ হাসান একই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এলাকাবাসি সূত্রে জানা যায়, আহত দুজনেই অটো রিক্সা চালক। তারা ফারাবাড়ি থেকে শহরের দিকে আসছিল।
রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। পরে ফায়ার সার্ভিসের কর্মী এসে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করে।

আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুজ্জামান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

মোঃ আলমগীর
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129819 ,   Print Date & Time: Friday, 5 December 2025, 06:04:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group