• হোম > আন্তর্জাতিক > ফ্লোরিডায় হারিকেনে ৫ জনের প্রাণহানি

ফ্লোরিডায় হারিকেনে ৫ জনের প্রাণহানি

  • রবিবার, ১৩ নভেম্বর ২০২২, ১২:২১
  • ৪৮০

 ফ্লোরিডায় হারিকেনে ৫ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পূর্ব উপকূলে হারিকেন নিকোলের তাণ্ডবে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এ ছাড়া এই হারিকেন রেখে গেছে নজিরবিহীন ধ্বংসযজ্ঞের চিহ্ন। নিকোলের তাণ্ডবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু হোটেল ও অ্যাপার্টমেন্ট ভবন। খবর ফক্স নিউজের।

ভলুসিয়া কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র উপকূলের অন্তত ২৪টি হোটেল ও অ্যাপার্টমেন্ট ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এসব হোটেল ভবনকে বসবাসের জন্য অনিরাপদ ঘোষণা করা হয়।

হারিকেন নিকোল ক্যাটাগরি ওয়ানে পরিণত হয়ে গত বৃহস্পতিবার উপকূলে আঘাত হানে। নিহতদের মধ্যে অরেঞ্জ কাউন্টিতে দুজন এবং টার্নপাইক অঞ্চলের দুজন রয়েছে।

১২০ কিলোমিটার বেগে হারিকেন নিকোল উপকূলে আঘাত থানার পর সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। এতে তিন লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে। গত শুক্রবার পর্যন্ত ৪৪ হাজার ৫০০ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।

ভলুসিয়া কাউন্টির বিদ্যুৎ বিভাগের ম্যানেজার জর্জ রেকটেনওয়াল্ড বলেন, হারিকেন নিকোল আমাদের উপকূলজুড়ে নজিরবিহীন অবকাঠামোগত ক্ষতির সৃষ্টি করেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে বহু সময় লাগবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129831 ,   Print Date & Time: Wednesday, 16 July 2025, 02:53:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group