• হোম > জাতীয় > ‘ফায়ার সার্ভিস কর্মীদের আজীবন পেনশন দেয়ার ব্যবস্থা করা হচ্ছে’

‘ফায়ার সার্ভিস কর্মীদের আজীবন পেনশন দেয়ার ব্যবস্থা করা হচ্ছে’

  • মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২, ১১:৩৮
  • ৩৬৬

 ‘ফায়ার সার্ভিস কর্মীদের আজীবন পেনশন দেয়ার ব্যবস্থা করা হচ্ছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফায়ার সার্ভিস কর্মীদের আজীবন পেনশন দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টার রাজধানীর মিরপুরে সংস্থাটির ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

অগ্নিনির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটি বুধবার পর্যন্ত তিন দিনের ‘ফায়ার সপ্তাহ-২০২২’ ঘোষণা করেছে। এ সময় ঢাকায় কেন্দ্রীয়ভাবে নানা অনুষ্ঠান ছাড়াও দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ফায়ার স্টেশনে সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129848 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 07:06:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group