• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > রাঙামাটিতে জাসাস’র কর্মীসভা থেকে সরকারের প্রতি হুশিয়ারী

রাঙামাটিতে জাসাস’র কর্মীসভা থেকে সরকারের প্রতি হুশিয়ারী

  • বুধবার, ১৬ নভেম্বর ২০২২, ১১:০৭
  • ৫৫৯

 রাঙামাটিতে জাসাস’র কর্মীসভা থেকে সরকারের প্রতি হুশিয়ারী

রাঙামাটিতে মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জাসাস’র কেন্দ্রীয় আহবায়ক হেলাল খান।

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার উদ্বোধন করা হয়। এসময় জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভা শুরুর আগে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কেন্দ্র থেকে যখনই ডাক পড়বে, তখনই ফ্যাসিস্ট সরকারকে হঠাতে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশের মানুষ এই জালিম সরকারের হাত থেকে মুক্তি চায়। দেশনেত্রী খালেদা জিয়াকে আবার কারাগারে প্রেরনের চেষ্টা করা হলে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

জেলা জাসাস আহবায়ক আবুল হোসেন বালির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জাসাস’র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জাসাস রাঙামাটা জেলার সদস্য সচিব মো: কামাল হোসেন, রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সফল সহ-সাংগঠনিক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাএদলের বিপ্লবী সভাপতি ফারুক আহমেদ সাব্বির প্রমূখ নেতৃবৃন্দ।

মনিকা আক্তার রাঙামাটি জেলা


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129850 ,   Print Date & Time: Sunday, 25 January 2026, 06:26:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group