• হোম > বাংলাদেশ > বেনাপোল সীমান্তে সাড়ে ১৬ কেজি সোনাসহ আটক ২

বেনাপোল সীমান্তে সাড়ে ১৬ কেজি সোনাসহ আটক ২

  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২, ১০:৩৪
  • ৩৯৩

 বেনাপোল সীমান্তে সাড়ে ১৬ কেজি সোনাসহ আটক ২

ভারতে পাচারের সময় বেনাপোলের আমড়াখালি এলাকা থকে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বার জব্দ করেছেন বিজিবি সদস্যরা।

বুধবার রাত সাড়ে ৯টায় বেনাপোলের আমড়াখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এ গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সাড়ে ১৬ কেজি সোনাসহ ২ পাচারকারীকে আটক করেন।

আটক পাচারকারীরা হচ্ছেরা হচ্ছেন- চাঁদপুরের মতলব থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও একই গ্রামের গ্রামের বারেক সরকারের ছেলে ফরহাদ হোসেন (৩২) ।

বিজিবি জানায়, আটক স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৬ কেটি টাকা।

আটককৃতদের প্রাথমিক জিঞাসাবাদে জানা যায়, স্বর্ণের একাংশের মালিক স্থানীয় বড় আচড়া গ্রামের ক্ষীতিষ চন্দ্র্র দের ছেলে অশোক কুমার দের।তিনি নারী ও শিশু পাাচারের সঙ্গেও জড়িত আছেন বলে বিজিবি জানায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মিনহাজ আহমেদ সিদ্দিকি জানান, ভারতে পাচারের সময় আমড়াখালি সীমান্ত থেকে বিজিবির সদস্যরা ওই ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বার জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বেনাপোল পোর্ট থানায়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129860 ,   Print Date & Time: Monday, 20 October 2025, 03:53:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group