• হোম > আন্তর্জাতিক > বিক্ষোভে অংশগ্রহণ: ইরানে আরো চারজনের মৃত্যুদণ্ড

বিক্ষোভে অংশগ্রহণ: ইরানে আরো চারজনের মৃত্যুদণ্ড

  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২, ১০:৫৬
  • ৪৫৯

 বিক্ষোভে অংশগ্রহণ: ইরানে আরো চারজনের মৃত্যুদণ্ড

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের অভিযোগে আরো চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এতে বিক্ষোভের কারণে রবিবার থেকে মোট মৃত্যুদণ্ডের সংখ্যা পাঁচটিতে উঠল।

বিচার বিভাগের মিজান বার্তা সংস্থা জানিয়েছে, তেহরানের বিপ্লবী আদালতে সাব্যস্ত হয়েছে যে, একজন আসামী তার গাড়ি দিয়ে এক পুলিশ সদস্যকে আঘাত করে হত্যা করেছে।

দ্বিতীয়জন এক নিরাপত্তা কর্মকর্তাকে ছুরিকাঘাত করে এবং তৃতীয় ব্যক্তি গাড়ি চলাচল অবরোধ ‘সন্ত্রাস’ ছড়ানোর চেষ্টা করে।

চতুর্থ একজন ছুরি হামলার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে বলে মঙ্গলবার গভীর রাতে মিজান জানিয়েছে।

মঙ্গলবার নতুন করে বিক্ষােভের ঢেউ ওঠার পর এ রায়ের খবর এল।

মানবাধিকার কর্মীরা এসব মৃত্যুদণ্ডের নিন্দা করে বলেছেন, এগুলো অন্যায় বিচারের ফলাফল। এ রায়ের বিরুদ্ধে আপিল করা যেতে পারে।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এএফপি বার্তা সংস্থাকে বলেন, ‘বিক্ষোভকারীরা জিজ্ঞাসাবাদের পর্যায়ে আইনজীবী নেওয়ার সুযোগ পায় না। মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং সেই স্বীকারোক্তির ভিত্তিতেই সাজা দেওয়া হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129870 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 07:42:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group