• হোম > বিনোদন > প্রথম ছবির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন আরিয়ান খান

প্রথম ছবির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন আরিয়ান খান

  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২, ১১:০০
  • ৪২০

 প্রথম ছবির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন আরিয়ান খান

খুব শিগগিরই বড় পর্দায় অভিষেক হতে চলেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খানের।

শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের বলিউডে অভিষেক হবে কবে? এই জল্পনা অনেক দিন ধরেই চলছে বলিউড ইন্ডাস্ট্রির অন্দরে।

জোয়া আখতার পরিচালিত ছবি ‘দ্য আর্চিজ’ তে অভিনয় করছেন সুহানা খানের। স্বাভাবিক ভাবেই জল্পনা চলছে বিভিন্ন মহলে কার ছবিতে অভিষেক হবে আরিয়ানের?

বলিউডে স্বজনপ্রীতির বির্তকে সবচেয়ে বেশি বিদ্ধ হয়েছেন করণ জোহর। তিনি শাহরুখের কাছের বন্ধুও বটে। একাধিক তারকা সন্তানদের ‘গডফাদার’ও তিনিই।

সেই তালিকায় রয়েছেন আলিয়া ভাট, বরুণ ধওয়ান, অনন্যা পণ্ডে, জাহ্নবী কপূরসহ বহু তারকা সন্তান।

শাহরুখ পুত্র আরিয়নের কাছেও এই একই প্রস্তাব নিয়ে যান করণ। এক বার নয়, একাধিক বার। কিন্তু প্রতি বারই করণকে ফিরিয়ে দেন আরিয়ান।

এক সংবাদমাধ্যমে করণ বলেছিলেন, ‘ও (আরিয়ান) এখনও ছোট, ঠিক সময়ে নিজেই বুঝে যাবে।’ কিন্তু একাধিক বার প্রত্যাখানের পর এখন প্রায় হাল ছেড়ে দিয়েছেন করণ।

আরিয়ানের কাছে ছবির প্রস্তাব নিয়ে যান জোয়া আখতারও। শোনা যায় ‘দ্য আর্চিজ’-এর জন্য আরিয়ানকে প্রস্তাব দেন জোয়া। কিন্তু এই পরিচালকেও ফিরিয়ে দেন আরিয়ান।

শাহরুখ তনয়ের স্পষ্ট কথা, তিনি অভিনেতা হতে চান না। বরং ক্যামেরার নেপথ্যে থাকতেই তিনি পছন্দ করেন।

শুধু আরিয়ান নন, শাহরুখ নিজেও বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলেছেন, ‘আরিয়ান পরিচালক হতে চান, ক্যামেরার পিছনেই বেশি স্বচ্ছন্দ সে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129872 ,   Print Date & Time: Thursday, 4 December 2025, 04:55:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group