• হোম > ঢাকা | বাংলাদেশ > টঙ্গীতে নবজাতকের লাশ উদ্ধার

টঙ্গীতে নবজাতকের লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২, ১৬:০৯
  • ৫০৮

 টঙ্গীতে নবজাতকের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর গাজীবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) অহিদ জানায়, বৃহস্পতিবার সকালে ওই এলাকার একটি ময়লার স্তূপে সাত মাস বয়সি মেয়ে নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুপুরে লাশটি স্থানীয় মরকুন কবরস্থানে দাফন করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে। কে বা কারা কী কারণে ওই নবজাতকের লাশ ময়লার স্তূপে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129882 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 12:51:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group